নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেছে আওয়ামী লীগের একদল কর্মী–সমর্থক। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে কনস্যুলেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহফুজ আলম। তিনি ভেতরে প্রবেশ করার সময় কর্মীরা আওয়ামী লীগের পতাকা হাতে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা মাহফুজ আলমকে উদ্দেশ করে ডিম ছোড়েন এবং কনস্যুলেট ভবনের কাচের দরজা ভেঙে ফেলেন।
ওয়াশিংটন ডিসি থেকে আগত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলনে প্রবাসীদের অবদান অবিস্মরণীয়। তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের পর সামান্য প্রতিবাদ বা ডিম নিক্ষেপ স্বাভাবিক ঘটনা।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে বলেন, জুলাই আন্দোলনের সনদে প্রবাসীদের অবদান অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের অংশ নই। আমরা চাই দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক রাষ্ট্র। দেশ ও জনগণের স্বার্থই যেন সর্বোচ্চে থাকে।”
প্রশ্নোত্তর পর্বে ভারতীয় গণমাধ্যম নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, “আমি কোনো কিছু বন্ধ করার পক্ষে নই। সবসময় বিকল্প ভালো কিছুর পক্ষে কথা বলেছি।”
অনুষ্ঠান শেষে রাত ১২টার পর নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) নিরাপত্তায় মাহফুজ আলম কনস্যুলেট থেকে বের হয়ে যান। তিনি আগামী ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরে থাকবেন।