নাটোরে এনএসআই কর্মকর্তা সেজে ঘুষ নিতে গিয়ে যুবক গ্রেপ্তার

nsi fake officer arrested

নাটোরের গুরুদাসপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (NSI) কর্মকর্তা পরিচয়ে ঘুষ নিতে এসে ধরা পড়েছেন নাজমুল হোসেন (৩২) নামের এক যুবক। রবিবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে গুরুদাসপুর পৌরসভার মডেল মসজিদের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত নাজমুল হোসেন গুরুদাসপুর উপজেলার খামাড় নাচকৈড় গ্রামের বাসিন্দা এবং মকবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক।

কিভাবে ধরা পড়লো ভুয়া এনএসআই কর্মকর্তা?

গুরুদাসপুর থানা সূত্রে জানা গেছে, নাজমুল হোসেন নিজেকে এনএসআইয়ের মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে সম্প্রতি উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তার কার্যালয়ে ফোন দেন। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটি নিম্নমানের চাল কিনেছে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে তা প্রমাণিত হয়েছে। এমনকি তিনি এ বিষয়ে একটি ভুয়া দুদকের চিঠিও পাঠান কার্যালয়ে।

এরপর তিনি মামলাটি ধামাচাপা দিতে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। তার কথাবার্তায় সন্দেহ হলে উপজেলা খাদ্য কর্মকর্তা বিষয়টি জেলা খাদ্য কর্মকর্তাকে জানান। জেলা খাদ্য কর্মকর্তা নাটোরের এনএসআই অফিসে বিষয়টি অবহিত করলে নিশ্চিত হওয়া যায়, নাজমুল কোনও এনএসআই সদস্য নন।

ফাঁদ পেতে ধরা হয় প্রতারককে

জেলা প্রশাসন ও এনএসআই এর সহযোগিতায় একটি ফাঁদ পাতা হয়। রোববার রাতে স্থানীয় এনএসআই কর্মকর্তা এবং খাদ্য নিয়ন্ত্রক অফিসের একজন প্রতিনিধি পাঁচ লাখ টাকা নিয়ে মডেল মসজিদের সামনে আসেন। সেখানে ঘুষ নিতে এলে সোনাবাহিনীর সহায়তায় নাজমুলকে হাতেনাতে আটক করা হয়।

মামলা ও পরবর্তী পদক্ষেপ

ওসি আসমাউল হক জানান, এ ঘটনায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জুলহাস উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নাজমুল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজ সোমবার (৪ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হবে।

এই ঘটনাটি প্রশাসনিক সতর্কতা এবং গোয়েন্দা তৎপরতার একটি সফল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।