নূরের ওপর হামলাকে ‘মব’ বলার প্রস্তাব প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

nurul haq nur attack ganadhikar parishad

রাজধানীর বিজয় নগরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকে ‘মব’ আখ্যা দেওয়ার প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে জানিয়েছে দলটি।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “এ ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) যে বিবৃতি দিয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি।”

তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

এর আগে শনিবার রাতে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরুল হক নূর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নূরসহ একাধিক নেতা-কর্মী আহত হন।