নুরুল হক নুরের ওপর হামলায় বিএনপি, জামায়াত ও এনসিপির নিন্দা

nurul haque nur attack condemnation

রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতারা গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। সুস্থ ধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকে আমরা নিন্দা জানাই।” তিনি নুরুল হক নুর ও রাশেদ খানসহ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলে গিয়ে আহত নুরকে দেখে সাংবাদিকদের বলেন, “নুরের আঘাত গুরুতর। এই হামলা ন্যাক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি তদন্ত করবো।”

জামায়াতে ইসলামী এক বিবৃতিতে ঘটনাটিকে ফ্যাসিবাদের চর্চা হিসেবে আখ্যায়িত করে জানায়, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় হামলা চালিয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “গণতান্ত্রিক, শান্তিপূর্ণ পরিবেশে এ ধরনের হামলা অনভিপ্রেত। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির নেতা হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, “জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর খেলায় প্রথম রক্ত দিলেন নুর ভাই। নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না।”

শুক্রবার রাত ৯টার দিকে বিজয়নগরে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী ও জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলার শিকার হন নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী বলে দাবি করেছে সংগঠনটি।