নিউইয়র্কের একটি হাসপাতালে এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামের ঘরে জন্ম নিল তৃতীয় সন্তান। রোববার (১৭ আগস্ট) জন্ম নেওয়া নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
এর মাত্র ২২ দিন আগে, গত ২৮ জুলাই নিউইয়র্ক সিটির পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনে বন্দুকধারীর হামলায় নিহত হন মৌলভীবাজারের সন্তান দিদারুল ইসলাম। তিনি এনওয়াইপিডির ৪৭তম প্রিসিঙ্কটে সাড়ে তিন বছর ধরে দায়িত্ব পালন করছিলেন। একই ঘটনায় আরও চারজন নিহত হন।
পরবর্তীতে ৩১ জুলাই দিদারুল ইসলামকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় নিউ জার্সিতে দাফন করা হয়।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস রোববার রাতে হাসপাতালে দিদারুলের পরিবারের সঙ্গে দেখা করেন। মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার গণমাধ্যমকে জানান, “প্রয়াত ডিটেকটিভ দিদারুলের পরিবারের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা দেখানো হচ্ছে এবং সিটি কর্তৃপক্ষ সবসময় তাদের পাশে থাকবে।”