বিশ্বের স্থলভাগের তেল-গ্যাসের মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে: আইইএ

oil gas reserves

বিশ্বের স্থলভাগে যত তেল ও গ্যাসের খনির সন্ধান এখন পর্যন্ত মিলেছে, সেগুলোর মজুত দ্রুত কমে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে স্থলভাগে প্রায় ১৫ হাজার তেল ও গ্যাসের খনি রয়েছে। বছরের পর বছর উত্তোলনের ফলে এসব খনির ৯০ শতাংশের মজুত দ্রুত ফুরিয়ে আসছে এবং অদূর ভবিষ্যতে শেষ হয়ে যেতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মজুত কমতে থাকার কারণে বিশ্বে প্রতিদিন গড়ে ৫৫ লাখ ব্যারেল তেল এবং ১৮ হাজার কোটি থেকে ২৭ হাজার কোটি ঘনমিটার গ্যাস উত্তোলন কমে যাচ্ছে। আইইএ’র নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল সতর্ক করেছেন, বিশ্বের জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে যদি নতুন বিনিয়োগ না বাড়ানো হয়।

তিনি বলেন, “বিশ্ব এখনও তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। স্থলভাগের মজুত যদি এভাবে শেষ হতে থাকে, জ্বালানি বাজারে সংকট দেখা দেবে। সমুদ্রের তলদেশে খনি অনুসন্ধান সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল, আর নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কাঙ্ক্ষিত স্তরে পৌঁছায়নি।”

বিরোল আরও বলেন, “এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন অনুসন্ধান ও বিনিয়োগ অপরিহার্য। স্থলভাগে নতুন খনি আবিষ্কার ও উৎপাদন না বাড়ালে আসন্ন জ্বালানি সংকট মোকাবিলা করা কঠিন হবে।”