নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অন অ্যারাইভাল ভিসায় শর্ত: পররাষ্ট্র উপদেষ্টা

Mohammad Touhid Hossain

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অন অ্যারাইভাল ভিসায় শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এক মাসের জন্য অন অ্যারাইভাল ভিসায় শর্ত আরোপের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন,
“স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে, পররাষ্ট্রকে এ ধরনের নির্দেশনা দেওয়া আছে। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। যাদের উদ্দেশ্য ঠিক নয়, তারা হুট করে এসে হাজির হতে পারে—এটা যেন না হয়, সেজন্যই এই ব্যবস্থা।”

তিনি আরও বলেন,
“আমরা সব ভিসা বন্ধ করছি না। যারা আসতে চান, তারা ভিসা নিয়ে আসুক। যাদের উদ্দেশ্য সঠিক থাকবে, তাদের অবশ্যই আসতে দেওয়া হবে। কিন্তু হঠাৎ করে কেউ যেন দেশে প্রবেশ করতে না পারে, সে জন্যই এই শর্ত।”

চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো জরুরি। বিমানবাহিনীর অনেক সরঞ্জাম ও বিমান অত্যন্ত পুরোনো এবং কিছু ব্যবহার উপযোগী অবস্থায় নেই বলেও মন্তব্য করেন তিনি।

তৌহিদ হোসেন বলেন,
“আমাদের কিছু সামরিক সরঞ্জাম ক্রয় করতেই হবে। কোন দেশ থেকে কতটা নেওয়া হবে—এ নিয়ে আলোচনা চলছে। তবে এমন কিছু করা হবে না, যাতে কোনো একটি দেশের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হয়। ভারসাম্য বজায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কোনো অবৈধ বা স্বীকৃতিহীন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে না।
“আরাকান আর্মিকে মিয়ানমার সরকার বৈধ বলে স্বীকার করে না। তাই বাংলাদেশও রাষ্ট্রীয়ভাবে তাদের সঙ্গে যোগাযোগ করে না,”—বলেন তিনি।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি দীর্ঘমেয়াদি একটি সমস্যা, যা দ্রুত সমাধান সম্ভব নয়।
“এই সমস্যা এক দিনে তৈরি হয়নি, এক দিনে শেষও হবে না। দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়ে এগোতে হবে—সেই চেষ্টা চলছে,”—বলেন তিনি।

সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনার বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে আপত্তি জানায়, তবে মাঠপর্যায়ের পরিস্থিতি নিরাপত্তা উপদেষ্টা দেখভাল করেন।

এ ছাড়া সৌদি আরবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন,
“পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। গত এক বছরে সেই সম্পর্ক অনেকটাই স্বাভাবিক পর্যায়ে এসেছে।”