দেশের বাজারে কৃত্রিম সংকট, তিন দিনে পেঁয়াজের দাম বেড়ে ১৬০ টাকা

india onion export

দেশের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে—এমন অভিযোগ পাওয়া গেছে। গত তিন দিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪০ টাকা বৃদ্ধি পেয়ে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারসংশ্লিষ্টদের দাবি, একটি অসাধু সিন্ডিকেট চক্র ইচ্ছাকৃতভাবে সরবরাহ কমিয়ে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।

সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে আজ রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। কৃষি মন্ত্রণালয় থেকে গতকাল শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন ৫০টি আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া হবে এবং প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, মাঠে নতুন পেঁয়াজ ওঠা শুরু হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ার কথা। এমন পরিস্থিতিতে হঠাৎ সরবরাহ কমে যাওয়া ও দাম বাড়াকে তারা অযৌক্তিক বলছেন। তাঁদের মতে, সরবরাহ আটকে কৃত্রিম সংকট তৈরি করে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ আমদানি পুনরায় চালুর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।

তবে ব্যবসায়ীদের একটি অংশ দাবি করছে, উৎপাদন এলাকায় সরবরাহ কমে যাওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে তারা সরকারের আমদানিতে দেরিকে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. মো. জামাল উদ্দীন বলেন,
“বাস্তবে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। একটি সিন্ডিকেট ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করেছে। দেশের বিভিন্ন গুদামে এখনো এক লাখ টনের বেশি পেঁয়াজ রয়েছে।”

তিনি আরও জানান, দেশে মোট পেঁয়াজ উৎপাদন প্রায় ৪৪ লাখ মেট্রিক টন, যেখানে বার্ষিক চাহিদা ২৮ লাখ টন। সংরক্ষণ সুবিধা সীমিত হওয়ায় পুরো উৎপাদন বাজারে আসে না, তবে দেশ চাহিদার তুলনায় অনেক বেশি উৎপাদন করছে।

পেঁয়াজ আমদানিকারক ও শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাজেদ অভিযোগ করে বলেন,
“আমদানির অনুমতি না দেওয়ার কারণেই দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। অনুমতি পেলে দাম এক লাফে ৭০–৮০ টাকা কমে আসবে।”

তিনি প্রশ্ন তোলেন,
“সিন্ডিকেট কারা? কার কাছে পেঁয়াজ জমা আছে? বাস্তবে সরবরাহ কমে যাওয়ার কারণেই বাজারে চাপ সৃষ্টি হয়েছে।”

মহাখালী, রামপুরা, বাড্ডা ও জোয়ারসাহারা এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে—

  • তিন দিন আগেও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১১০–১২০ টাকা কেজি,
  • বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫০–১৬০ টাকা।

জোয়ারসাহারা বাজারের খুচরা ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন,
“পাইকারিতে দাম বেড়েছে। সরবরাহ কম হওয়ায় আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরায় দামও বাড়াতে হয়েছে।”

কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বাজারে দাম ১৫০ টাকার উপরে উঠলে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত আগে থেকেই ছিল। দাম বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত অনুযায়ী সীমিত আমদানির অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।