ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের বাসে আগুন, দগ্ধ চালকের মৃত্যু

bus fire

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া (৩৫) ঘটনাস্থলেই মারা গেছেন।

সোমবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুলহাস উদ্দিন উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা সাজু মিয়ার ছেলে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, গভীর রাতে আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে মুহূর্তেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাস্থলে থাকা চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে মারা যান।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি রোকনুজ্জামান।