অভিবাসীদের সমন্বয় ও সহায়তার লক্ষ্যে পিনহেলে চালু হলো নতুন লোকাল সাপোর্ট সেন্টার ফর দ্য ইন্টিগ্রেশন অব মাইগ্রান্টস (CLAIM)। AIMA (এজেন্সিয়া প্যারা দা ইন্টিগ্রাসাও, মিগ্রাসাও এ আসাইলো) বোর্ড অব ডিরেক্টরসের প্রেসিডেন্ট পেদ্রো পর্তুগাল গ্যাসপার এই সেবাকেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নতুনভাবে চালু হওয়া এই CLAIM শুধুমাত্র সামাজিক অন্তর্ভুক্তির সেবা নয়, বরং অভিবাসন প্রক্রিয়ার নিয়মিতকরণ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সেবা প্রদান করবে। এর মধ্যে উল্লেখযোগ্য সেবাগুলো হলো:
- আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, যার মধ্যে বায়োমেট্রিক ডেটাও অন্তর্ভুক্ত;
- প্রয়োজনীয় নথিপত্র গ্রহণ ও তা সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ;
- আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে AIMA-এর প্রশাসনিক ডেটাবেস ব্যবহার;
- দাখিলকৃত ডকুমেন্টগুলোর প্রামাণিকতা ও বৈধতা যাচাই।
AIMA প্রেসিডেন্ট গ্যাসপার বলেন, “পিনহেল অঞ্চলে অভিবাসীদের জন্য এতদিন বিশেষ সেবা কাঠামোর ঘাটতি ছিল। এই CLAIM-এর উদ্বোধন এমন একটি এলাকায় প্রথম উদ্যোগ যা অভিবাসী জনগোষ্ঠীর বাস্তব প্রয়োজন পূরণে কার্যকর ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, পিনহেল জেলা ইতোমধ্যেই একটি বড় অভিবাসী জনসংখ্যা ধারণ করছে, অথচ এতদিন সেখানে অভিবাসন সংক্রান্ত বিশেষায়িত সেবা ছিল না। এই নতুন সেন্টার সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।