সিলেটের  বিভিন্ন স্থানে সং ঘ র্ষ, নগর জুড়ে থমথমে  অবস্থা

সিলেট নগরীতে আজ রোববার দুপুরে পুলিশ ও ছাত্র-জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশ-আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ ছড়িয়েছে বিভিন্ন স্থানে। নগরীর বিভিন্ন স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেণেড ছুঁড়ছে।

ছাত্র জনতা দুপুরে নগরের কোর্ট পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে সেখানে থাকা পুলিশ তাদের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা নগরের কোর্ট পয়েন্টের চর্তুদিকে বিভিন্ন এলাকায় অবস্থান নেয়।

পরে জিন্দাবাজার থেকে আসা একটি মিছিলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে জেলরোড সহ কয়েকটি এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় এক শিশু সহ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নাইওরপুল, সোহানীঘাটে ও ছাত্র-জনতার উপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সরকার পতনের এক দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনে যোগ দিয়েছেন জনতা। এ আন্দোলনের শুরুর দিন আজ দোকান-পাট খোলা হয়নি । সড়কে যানবাহনও ছিল না।