কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা এবং পালানোর অভিযোগে পুলিশের ১৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন ঢাকার সাবেক মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশিদও।
রোববার (১৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী ‘পলায়ন’ শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের কার্যকারিতা প্রতিটি কর্মকর্তার অনুপস্থিতির তারিখ থেকে গণনা হবে।
এতে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে তারা নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, ডিএমপি ও মেট্রোপলিটন পুলিশের কয়েকজন কর্মকর্তা। তালিকায় নাম আছে বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও।