দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আজ শনিবার গুরুত্বপূর্ণ দুই রাজনৈতিক দল—বিএনপি ও জামায়াত ইসলামী—এর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক দুটি অনুষ্ঠিত হবে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।
সূত্র জানায়, বিকেলে প্রথমে বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। পরে সন্ধ্যায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে আরেকটি বৈঠক হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৮টার দিকে তাদের সময় নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি উপস্থিত থাকবে। এই বৈঠকের জন্য তারা আগের দিন, শুক্রবার সময় চেয়েছিল। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের শনিবার সন্ধ্যায় সময় দেওয়া হয়।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, “চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপচারিতা করতেই এই সাক্ষাৎ।”
এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রতি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রাজনৈতিক সমঝোতার আহ্বানে এই সাক্ষাৎগুলিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
এদিকে বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনার আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে উপদেষ্টা পরিষদ এক দফা নিজেদের মধ্যে বৈঠক করবে। এটি আজ শনিবার একনেকের নিয়মিত বৈঠকের পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।