লিসবন, পর্তুগাল – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগালের আহবায়ক কমিটির সদস্য বদরুল আলমের পিতা মোঃ সৈয়দুর রহমান বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পর্তুগাল বিএনপি নেতৃত্ব। বিশেষ করে পর্তুগাল যুবদলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। পর্তুগাল যুবদল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় আরও বলা হয়, বদরুল আলমের পিতা একজন সৎ ও পরহেজগার ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পর্তুগাল যুবদল আল্লাহর দরবারে দোয়া করে বলেন, মহান সৃষ্টিকর্তা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।
উল্লেখ্য, বদরুল আলম দীর্ঘদিন ধরে পর্তুগালে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর পিতার মৃত্যুতে বিএনপি পর্তুগালসহ প্রবাসী নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।