পর্তুগালে অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা ধীরে ধীরে সংসদে আইন আকারে রূপ নিতে যাচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) সংশোধিত বিদেশি আইন (Foreigners Law) নিয়ে চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হবে।
আজ (সোমবার) লিসবনে প্রেসিডেন্সি মন্ত্রী অ্যান্টোনিও লেইতাঁও আমারো সাংবাদিকদের জানান, “আগামীকাল যে খসড়া আইনটির ওপর ভোট হবে, সেটি গত বুধবার জমা দেওয়া প্রস্তাবের সঙ্গে হুবহু একই নাও হতে পারে।”
তিনি বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনার গুরুত্ব তুলে ধরেন এবং বিরোধী দল চেগা (CHEGA)–র সমালোচনা করে বলেন, তারা “ভোটারদের বিভ্রান্ত করতে অপ্রয়োজনীয় ইস্যু উত্থাপন করছে।”
চেগা নেতা আন্দ্রে ভেনচুরা দাবি করেছেন, বিদেশিরা কমপক্ষে পাঁচ বছর ট্যাক্স ও অবদান না দিলে যেন তারা সামাজিক নিরাপত্তা (Social Security) সুবিধা না পান। তবে মন্ত্রী আমারো এই শর্তকে আইনটিতে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা দেখছেন না।
এদিকে, ইনিসিয়াটিভা লিবারাল (Iniciativa Liberal) জানিয়েছে যে তারা সংশোধিত আইনটির পক্ষে ভোট দেবে। অন্যদিকে, সোশ্যালিস্ট পার্টি (PS) সাধারণভাবে আইনের প্রতি ইতিবাচক হলেও, দলীয় নেতা হোসে লুইস কার্নেইরো বলেছেন, তাদের কিছু সংশোধনী প্রস্তাব আছে এবং সরকার এখনও এ বিষয়ে আলোচনায় বসেনি।
নতুন প্রস্তাবিত সংশোধন অনুযায়ী, পরিবার পুনর্মিলনের জন্য বৈধ বসবাসের মেয়াদ দুই বছরই থাকছে। তবে স্বামী-স্ত্রীর ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে। এছাড়া, উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবী ও বিনিয়োগের মাধ্যমে বসবাস অনুমতিপ্রাপ্ত বিদেশিরা এই শর্তের বাইরে থাকবেন।