পর্তুগালে ১১ ডিসেম্বর সারাদেশে সাধারণ ধর্মঘট

labour law reform Portugal

পর্তুগালে আগামী ১১ ডিসেম্বর সারাদেশে সাধারণ ধর্মঘট আহ্বান করেছে দেশের দুই প্রধান শ্রমিক ফেডারেশন। শ্রমআইন সংস্কার নিয়ে তীব্র বিরোধের প্রেক্ষাপটে এই ধর্মঘট দেশজুড়ে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকার সম্প্রতি শ্রমআইনে একশোরও বেশি প্রস্তাবিত পরিবর্তন এনেছে, যার বেশিরভাগই নিয়োগদাতাদের পক্ষে এবং শ্রমিকদের জন্য ‘গুরুতর ক্ষতিকর’ বলে মনে করছে শ্রমিক সংগঠনগুলো। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে টাইম ব্যাংক ব্যবস্থা পুনরায় চালু করে সপ্তাহে ৫০ ঘণ্টা পর্যন্ত কাজ করানোর সুযোগ, স্থায়ী নিয়োগ বিলম্বিত করতে মেয়াদী চুক্তির মেয়াদ বাড়ানো, প্রমাণ ছাড়া কর্মী বরখাস্তের সুযোগ এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে সীমাবদ্ধতা।

ইউনিয়নগুলোর অভিযোগ, সংকটাপন্ন অর্থনীতিতে মুনাফা ধরে রাখতে নিয়োগদাতারা শ্রমিকদের ওপর শোষণ বাড়াচ্ছে এবং নতুন আইনি কাঠামো শ্রমবাজারকে আরও অস্থির করে তুলবে। তাদের মতে, প্রস্তাবিত পরিবর্তনগুলো শ্রমিক অধিকারকে ‘অভূতপূর্বভাবে দুর্বল’ করবে।

অন্যদিকে ব্যবসায়িক মহল ও সরকারের দাবি, শ্রমবাজারকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে এসব পরিবর্তন জরুরি।

ধর্মঘটের দিনে পরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ডাক বিভাগসহ গুরুত্বপূর্ণ খাতে ব্যাহত হতে পারে সেবা। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো জরুরি প্রস্তুতি নিচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক প্রস্তাবিত শ্রমআইন সংশোধন পর্তুগালের শ্রমবাজারে দীর্ঘদিনের চাপকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ধর্মঘটের মাধ্যমে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে।