পর্তুগালে সংসদ অধিবেশন শুরুর দিনে অভিবাসীদের বিক্ষোভ

portugal immigrants protest lisbon

আজ গ্রীষ্মকালীন বিরতির পর পর্তুগালের সংসদে ফিরেছেন এমপিরা, আর একই সঙ্গে লিসবনে জমায়েত হয়েছেন দেশের নানা প্রান্ত থেকে আসা অভিবাসীরা। অভিবাসী সংগঠন “Solidariedade Imigrante” এবং আরও কয়েকটি সংগঠনের আহ্বানে তারা প্রতিবাদে নামেন সরকারের পরিকল্পিত নতুন অভিবাসন আইন ও কঠোর নিয়ন্ত্রণের বিরুদ্ধে।

সলিডারিয়েডেড ইমিগ্রান্টের প্রধান টিমোটিও ম্যাসেডো বলেন , “আমরা অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক ইচ্ছামতো সিদ্ধান্ত ও অবিচার প্রত্যক্ষ করছি। অভিবাসীদের অপরাধীর মতো তাড়া করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য।”

তিনি জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডজনখানেক অভিবাসীকে অস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়েছে, কারণ তারা শেনগেন তথ্য ব্যবস্থায় তালিকাভুক্ত—অর্থাৎ অন্য কোনো ইইউ সদস্য রাষ্ট্রে প্রবেশের পর তারা পর্তুগালে এসেছেন। মাচেদোর মতে, “এটি কোনো অপরাধ নয়; বরং এই বিষয়ে অবৈধ কাজ করছে পর্তুগাল রাষ্ট্রই।”

সংগঠনের দাবি, সরকার যে পরিবর্তন আনতে যাচ্ছে, তা পর্তুগালে বহু বছর ধরে কাজ করা ও অর্থনীতিতে অবদান রাখা অভিবাসীদের জন্য ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করছে। গত জুলাইয়ের শেষ দিকে পোর্তো শহরে তাদের আয়োজিত এক বিক্ষোভে প্রায় এক হাজার অভিবাসী অংশ নেন। সে সময় আটক অভিবাসীর সংখ্যা ছিল ১০, কিন্তু মাচেদোর ভাষ্য অনুযায়ী, এখন তা আট গুণে পৌঁছেছে।

অভিবাসীদের প্রতি আতিথেয়তা ও একীভূতকরণ নীতিতে সরকার “খারাপ উদাহরণ” স্থাপন করছে বলে অভিযোগ করেছেন সোলিদারিয়াদে ইমিগ্রান্তে।