পর্তুগালে সংসদ অধিবেশন শুরুর দিনে অভিবাসীদের বিক্ষোভ

portugal immigrants protest lisbon

গ্রীষ্মকালীন ছুটি শেষে সংসদে এমপিদের প্রত্যাবর্তনের দিনেই লিসবনে জমায়েত হন দেশের নানা প্রান্ত থেকে আসা অভিবাসীরা। অভিবাসী সংগঠন “Solidariedade Imigrante” এবং আরও কয়েকটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেন শত শত অভিবাসী। সরকারের পরিকল্পিত নতুন অভিবাসন আইন ও কঠোর নিয়ন্ত্রণ নীতির বিরুদ্ধে তারা একজোট হয়ে প্রতিবাদ জানান।

সলিডারিয়েডেড ইমিগ্রান্টের প্রধান টিমোটিও ম্যাসেডো বলেন , “আমরা অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক ইচ্ছামতো সিদ্ধান্ত ও অবিচার প্রত্যক্ষ করছি। অভিবাসীদের অপরাধীর মতো তাড়া করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য।”

তিনি আরও জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডজনখানেক অভিবাসীকে আটক কেন্দ্রে পাঠানো হয়েছে শুধু এই কারণে যে তারা শেনগেন তথ্য ব্যবস্থায় (SIS) তালিকাভুক্ত। অথচ অন্য কোনো ইউরোপীয় দেশে প্রবেশ করে পর্তুগালে আসা কোনো অপরাধ নয়, বরং এ ক্ষেত্রে বেআইনি আচরণ করছে রাষ্ট্র নিজেই।

ফরিদ পাটোয়ারী পর্তুগালে বাংলাদেশি অভিবাসীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি স্টেজে বলেন,, অভিবাসীরা অপরাধী নয়, অথচ AIMA ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া ধীর করে দিচ্ছে। অনেক মানুষ এখনো SIS তালিকায় আটকে আছেন, অথচ কর্তৃপক্ষ তাদের নাম সরাচ্ছে না। AIMA, Family reunification নিয়ে কাজও করছে না। অভিবাসীরা তাদের পরিবার নিয়ে আসতে পারছে না। তিনি পর্তুগিজ ভাষার পাশাপাশি বাংলায়ও বক্তব্য রাখেন এবং বিশেষ করে বাংলাদেশের অভিবাসীদের সমস্যাগুলো তুলে ধরেন।

আমরা আরেক বাংলাদেশি অভিবাসী ফখরুল শিপন সাথে কথা বলেছিলাম। তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে বৈধভাবে কাজ করছেন এবং নিয়মিত ট্যাক্সও পরিশোধ করছেন। ইতিমধ্যে তিনি ৩০টিরও বেশি ট্যাক্স জমা দিয়েছেন। তবুও একটি সাধারণ কারণে এখনো তাকে রেসিডেন্সি পারমিট দেয়নি AIMA। অথচ তিনি পর্তুগালের সব নিয়মকানুন মেনে বৈধ উপায়ে অর্থনীতিতে অবদান রেখে যাচ্ছেন।

ফখরুল শিপনের অনুরোধ—AIMA যেন তার দীর্ঘদিনের পরিশ্রম ও অবদানের স্বীকৃতি দিয়ে দ্রুত রেসিডেন্সি পারমিট প্রদান করে। তিনি আশাবাদী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার এই ন্যায্য দাবি মেনে নেবে।

SIS-এর কারণে অনেক মানুষ এখনও রেসিডেন্সি কার্ড পাচ্ছেন না। একজন বলেন, পারিবারিক পুনর্মিলনও SIS-এর কারণে হচ্ছে না। AIMA এতদিনেও এ প্রক্রিয়াটি এগোয়নি।

প্রতিবাদী সংগঠনগুলোর অভিযোগ, সরকার নতুন আইন প্রয়োগের মাধ্যমে আতিথেয়তা ও একীভূতকরণ নীতিতে “খারাপ উদাহরণ” স্থাপন করছে। বহু বছর ধরে পর্তুগালে বসবাস ও কাজ করা অভিবাসীরা এখন ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।