পর্তুগালে শ্রম আইন সংশোধনের প্রতিবাদে জাতীয় বিক্ষোভের ডাক CGTP-এর

Portugal trade union news

পর্তুগালে শ্রম আইন সংশোধনকে ঘিরে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। দেশটির বৃহত্তম ট্রেড ইউনিয়ন কনফেডারেশন CGTP আগামী ২৮ ফেব্রুয়ারি লিসবন ও পোর্তোতে জাতীয় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। সরকারের প্রস্তাবিত শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে এই আন্দোলন অনুষ্ঠিত হবে।

CGTP নেতা তিয়াগো অলিভেইরা এক সংবাদ সম্মেলনে বলেন, “২৮ ফেব্রুয়ারি আমরা লিসবন ও পোর্তোতে বড় আকারের বিকেন্দ্রীভূত জাতীয় বিক্ষোভ করব, যাতে এই শ্রম আইন প্যাকেজের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকে।”

তিনি আরও জানান, যেসব শ্রমিক ওই দিন কর্মরত থাকবেন, তাদের বিক্ষোভে অংশগ্রহণ নিশ্চিত করতে ধর্মঘটের নোটিস জারি করা হবে।

গত ১১ ডিসেম্বরের সাধারণ ধর্মঘট এবং এর আগে নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা স্মরণ করে অলিভেইরা বলেন, সরকার যে শ্রম আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে, তা শ্রমিকদের অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তার ভাষায়, এই পরিবর্তনগুলো “শ্রমিকদের অধিকারের ওপর গভীর আঘাত”।

CGTP-এর জাতীয় কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, ৯ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী সাধারণ আন্দোলন শুরু হবে। এই আন্দোলনের লক্ষ্য হলো—উচ্চ মজুরি, মর্যাদাপূর্ণ জীবনযাত্রার অধিকার, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ এবং শ্রম আইন প্যাকেজ প্রত্যাহার। এ সময় বিভিন্ন প্লেনারি সভা, সড়ক কর্মসূচি, সমাবেশ ও খাতভিত্তিক আন্দোলন চালানো হবে, যা শেষ পর্যন্ত ২৮ ফেব্রুয়ারির জাতীয় বিক্ষোভে গিয়ে culminate করবে।

সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিয়াগো অলিভেইরা বলেন, সরকার কোনো ধরনের ঐকমত্য বা আলোচনা করতে আগ্রহী নয়। প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর নেতৃত্বাধীন সরকারের একটি রাজনৈতিক এজেন্ডা রয়েছে, যার উদ্দেশ্য শ্রমিকদের অধিকার খর্ব করা।
“আমাদের এমন একটি সরকার আছে, যারা আলোচনা বা সমঝোতার পথে হাঁটতে চায় না,”—যোগ করেন তিনি।