অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান পর্তুগালের প্রধানমন্ত্রীর

migration summit portugal (1)

স্লোভেনিয়ার পোর্তোরোজে অনুষ্ঠিত দক্ষিণ ইউরোপীয় ইউনিয়ন (MED9) সম্মেলনের সমাপনী সংবাদ সম্মেলনে পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো অভিবাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি ইউরোপীয় ইউনিয়নের (EU) সামাজিক ও অর্থনৈতিক সংহতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি “অর্থনৈতিক প্রতিযোগিতার একটি মূল উপাদান।” তবে তিনি অভিবাসন ব্যবস্থার সুষ্ঠু নিয়ন্ত্রণের ওপরও জোর দেন।

মন্টেনেগ্রো বলেন,

“আমাদের শ্রমশক্তি প্রয়োজন। কিন্তু আমাদের অর্থনীতিতে দক্ষ মানবসম্পদ যুক্ত করা সম্ভব কেবল তখনই, যখন অভিবাসন নিয়মতান্ত্রিক হবে, সীমান্তে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ থাকবে, যাতে কর্মসংস্থানের আশায় আসা মানুষদের সঠিকভাবে অন্তর্ভুক্ত করা যায় এবং অবৈধ অভিবাসন রোধ করা সম্ভব হয়।”

তিনি আরও বলেন, ইউরোপে অবৈধভাবে প্রবেশকারীদের ক্ষেত্রে “তাদের নিজ দেশে ফেরত পাঠানোই উচিত” এবং মানব পাচারের সঙ্গে জড়িত “অবৈধ নেটওয়ার্ক ও সংগঠিত মাফিয়াদের বিরুদ্ধে লড়াই জোরদার” করার আহ্বান জানান।

মন্টেনেগ্রো জানান, সম্মেলনে উপস্থিত দক্ষিণ ইউরোপীয় দেশগুলো অভিবাসন চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয়তা বিষয়ে “সম্পূর্ণ একমত।”

তিনি বলেন,

“এমন চুক্তি বাস্তবায়িত হলে অর্থনীতি আরও প্রতিযোগিতামূলক হবে, আমরা প্রয়োজনীয় শ্রমবাজারকে কাজে লাগাতে পারব এবং যারা এই নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”