রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও এগিয়ে নেওয়ার পথকে সুগম করেছে।
সোমবার বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, “জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পথকে সুগম করেছে।”
তিনি মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্রবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
রাষ্ট্রপতি বলেন, “সশস্ত্রবাহিনী জাতির গর্ব। মুক্তিযুদ্ধ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠা—সব ক্ষেত্রেই তারা জাতীয় দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রেখেছে।”
তিনি কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশে বলেন, “পেশাদারিত্ব বজায় রেখে কাজ করলে দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।”
অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন বিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
