সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করে প্রজ্ঞাপন

primary school head teacher salary grade upgrade 2025

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে উন্নীত করে দশম গ্রেড নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড-১১ (স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা) থেকে উন্নীত করে গ্রেড-১০ (স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডটি গেজেটেড কর্মকর্তার মর্যাদাসম্পন্ন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। একই সঙ্গে জানানো হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এই আদেশ কার্যকর হবে।

এর আগে গত ১০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা থেকে পাঠানো এক চিঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে দশম গ্রেডে উন্নীত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

প্রসঙ্গত, সারা দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে এক কোটির বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষক সংখ্যা পৌনে চার লাখের বেশি। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি, এর মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত হওয়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।