ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

Probashi france badminton event

প্যারিস, ফ্রান্স— প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হয়েছে ‘আইছা কাপ অ্যান্ড ইউরো ব্যাডমিন্টন টুর্নামেন্ট’। ইউরোপের বিভিন্ন দেশ, যেমন যুক্তরাজ্য ও মাল্টা থেকে খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক বড়ো ক্রীড়া উৎসব ছিল। টুর্নামেন্টটি প্যারিসের অদূরে সুসি-এন-ব্রি শহরের ইনডোর স্টেডিয়ামে দিনব্যাপী আয়োজন করা হয়।

এই বড়ো ক্রীড়া আয়োজনে পৃষ্ঠপোষকতা প্রদান করে ফ্রান্সের প্রশাসনিক সহায়তা ও সামজিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইছা প্রো, এবং আয়োজন করে চান্দলা নিউ স্টার ক্লাব, বিয়ানীবাজার।

২৪টি টিমের ৪৮ জন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন ব্যাডমিন্টন হাউজ সিলেট দলের জয়নাল আবেদিনসাকিল খান জুটি। রানারআপ হয়েছেন পাকশাইল স্পোর্টিং ক্লাব, বড়লেখার জয়নুল আহমদএন এইচ সমরাজ জুটি। ফাইনাল খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ, যা বিপুল সংখ্যক দর্শককে আকৃষ্ট করেছিল এবং তারা উচ্ছ্বাসিতভাবে খেলা উপভোগ করেন।

বিকালে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ফার্নিচারের স্বত্বাধিকারী এবং ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী মিয়া মাসুদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার লোকমান আহমদ আপন, মন্ডিয়াল ট্রাভেলসের চেয়ারম্যান হাসান ইব্রাহিম, এবং চান্দলা নিউ স্টার ক্লাবের সভাপতি ফয়ছল আহমদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথি মিয়া মাসুদ তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের ৫০০ ইউরো উপহার প্রদান করেন। টুর্নামেন্টে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি দর্শক উপস্থিতিত ছিলেন। এই টুর্নামেন্টটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রীড়া চর্চার উন্নয়ন এবং সামাজিক বন্ধনের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।