প্রবাসীরা যেকোনো বৈদেশিক মুদ্রায় খুলতে পারবেন ব্যাংক একাউন্ট

probashira boideshik mudray bank account

বিদেশে বসবাসরত বাংলাদেশিরা এখন থেকে যেকোনো বৈদেশিক মুদ্রায় দেশে ব্যক্তিগত ব্যাংক হিসাব খুলতে পারবেন। সোমবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে।

এর আগে ডলার, ইউরো, পাউন্ড ও ইয়েন—এই চারটি নির্ধারিত মুদ্রায় একাউন্ট খোলার অনুমতি ছিল। তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে অন্যান্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মুদ্রাতেও প্রাইভেট ফরেন কারেন্সি (PFC) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (NFCD) হিসাব খোলা যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব একাউন্টে সুদের হার নির্ধারণ করবে সংশ্লিষ্ট ব্যাংক ও হিসাবধারী গ্রাহক—পারস্পরিক আলোচনার ভিত্তিতে। পূর্বে এসব একাউন্টের সুদের হার নির্ধারিত ছিল কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায়।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সিদ্ধান্তের ফলে প্রবাসী আয় বৈধ পথে দেশে পাঠানো আরও সহজ ও আকর্ষণীয় হবে। এতে রেমিট্যান্স প্রবাহ বাড়বে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

বেসরকারি খাতের একটি ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “এই পরিবর্তনের ফলে ব্যাংকগুলো এখন প্রতিযোগিতামূলক সুদের হার ও সেবা দিতে পারবে। প্রবাসীরাও পছন্দমতো মুদ্রায় এবং শর্তে একাউন্ট খুলতে পারবেন।”

অর্থনীতিবিদদের মতে, বাজারভিত্তিক সুদের হার নির্ধারণ ও বহুমুদ্রায় হিসাব খোলার সুযোগ প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগ ও সঞ্চয়ের আগ্রহ বাড়াবে।