প্রবাসীদের দেশের পুনর্গঠনে অংশগ্রহণের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

probasider onshogrohon nrb connect yunus

দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (স্থানীয় সময়) নিউইয়র্কে আয়োজিত “এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস” শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন ও পরিবর্তনের অবিচ্ছেদ্য অংশ। জুলাই অভ্যুত্থানের পর নতুন ধারায় এগিয়ে যেতে এনআরবির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “গ্যালারি থেকে কথা বলা সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে নেমে আমাদের সঙ্গে খেলুন।”

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি এবং সফররত রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ সময় রেমিট্যান্স প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে জানান, প্রবাসীদের অবদানে গত ১৫ মাসে রেমিট্যান্স ২১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগ সম্পর্কেও অবহিত করেন।

অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনা হয়—“ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট” এবং “শেপিং টুমরো: দ্য ফিউচার অব বাংলাদেশ”—যেখানে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ভিশন তুলে ধরেন।

এ সময় প্রধান উপদেষ্টা প্রবাসীদের জন্য “শুভেচ্ছা” নামের একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। অ্যাপটির মাধ্যমে প্রবাসীরা সেবা, দিকনির্দেশনা এবং বিনিয়োগ সুযোগ সম্পর্কিত তথ্য পাবেন।