বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন—এমন খবরের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করে নাহিদ ইসলাম বলেন, “দেশের চলমান পরিস্থিতি ও স্যারের পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্যই তাঁর সঙ্গে দেখা করেছি।” তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা চলমান রাজনৈতিক সংকটে নিজেকে কার্যকরভাবে দায়িত্ব পালনে অক্ষম মনে করছেন।
নাহিদ ইসলাম বলেন, “স্যার বলছেন, ‘আমি যদি কাজ করতে না পারি…যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছো, সেটা ছিল একটি গণ-অভ্যুত্থানের পর। কিন্তু এখন যে পরিস্থিতি, আমাকে যেভাবে জিম্মি করা হচ্ছে—এভাবে তো কাজ করা যায় না।’”
গণ–অভ্যুত্থানের পর গঠিত এনসিপির নেতা হিসেবে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন, যেন তিনি পদত্যাগের সিদ্ধান্ত না নেন। তাঁর ভাষায়, “আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জাতীয় নিরাপত্তা এবং দেশের ভবিষ্যতের স্বার্থে উনি যেন শক্ত থাকেন এবং সকল রাজনৈতিক দলকে ঐক্যের মাধ্যমে এগিয়ে নিতে পারেন।”
তবে প্রধান উপদেষ্টা তাঁর পদত্যাগের বিষয়টি গভীরভাবে বিবেচনা করছেন বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “উনি বলছেন—ভেবে দেখছেন। মনে হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে তিনি কাজ চালিয়ে যেতে পারবেন না।”