‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আজ সোমবার তৃতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১১টার পর থেকে ছয় নম্বর ভবনের সামনে কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনটি ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’-এর ব্যানারে চলছে। এক সমাবেশে সংগঠনের নেতারা আজকের মধ্যেই আইনটি প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন। দাবি মানা না হলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এছাড়াও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সচিবদের চুক্তি বাতিলেরও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। কর্মসূচির কারণে সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
প্রসঙ্গত, গতকালই চলমান আন্দোলনের মধ্যেই ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অধ্যাদেশে চার ধরনের অপরাধের জন্য সরাসরি চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।
আন্দোলনকারী কর্মকর্তারা এই অধ্যাদেশকে “নিবর্তনমূলক ও কালাকানুন” আখ্যা দিয়ে অবিলম্বে এর প্রত্যাহার দাবি করেছেন। তাদের মতে, এই আইন সরকারি চাকরিজীবীদের নিরাপত্তা ও অধিকার খর্ব করছে।
চলমান আন্দোলনের ফলে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।