পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজও দর্শকের ভূমিকায় ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন একাদশে জায়গা পেয়েই যেন ঝলসে উঠলেন। তাঁর দারুণ বোলিংয়ে লাহোর কালান্দার্স ৯৫ রানে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেডকে এবং জায়গা করে নিয়েছে ফাইনালে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান তোলে লাহোর কালান্দার্স। ওপেনার মোহাম্মদ নাঈম মাত্র ২৫ বলে করেন ৫০ রান, মারেন সাতটি চার ও দুটি ছয়। অপর প্রান্তে কুশল পেরেরা খেলেন ঝোড়ো ইনিংস, ৩৫ বলে ৬১ রান। দুইজনের ফিফটিতে লাহোর গড়ে বিশাল সংগ্রহ।
রান তাড়ায় নেমে শুরু থেকেই ব্যর্থ ইসলামাবাদ ব্যাটিং লাইনআপ। ইনিংসের প্রথম ওভারেই শাহিন আফ্রিদির বলে আউট হন মোহাম্মদ শেহজাদ। এরপর সালমান মির্জা ফেরান ফারহান, ডুসেন ও ইমাদকে। মাত্র ১৬ রানে ৩ উইকেট নিয়ে ইসলামাবাদের ব্যাটিং ভেঙে দেন সালমান।
এরপর বাংলাদেশের রিশাদ হোসেন বোলিংয়ে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ইসলামাবাদ। কিন্তু রিশাদের ঘূর্ণি সামলাতে না পেরে আগা সালমান, শাদাব খান ও জিমি নিশাম বিদায় নেন দ্রুত। ৩৪ রানে ৩ উইকেট নেন এই তরুণ লেগ স্পিনার।
শেষে আবারো আক্রমণে ফিরে আফ্রিদি তুলে নেন শেষ দুটি উইকেট। মাত্র ৩ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। ১৫.১ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় ইসলামাবাদ ইউনাইটেড। বিশাল ব্যবধানে ৯৫ রানে জয় নিয়ে ফাইনালে উঠে লাহোর কালান্দার্স।
এদিন একেবারে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে কোনো অবদান রাখতে পারেননি তিনি। ২ বল খেলে করেন শূন্য রান, বল হাতে ছিলেন খরুচে।