পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অভিষেকে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে ৩ উইকেট নিয়ে দলের প্রথম জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লাহোর ৬ উইকেটে তোলে ২১৯ রান। ফখর জামান ৩৯ বলে করেন ৬৭ রান, আর স্যাম বিলিংস অপরাজিত থাকেন ১৯ বলে ৫০ রান করে। শেষ ওভারে ব্যাটিংয়ে নামা রিশাদ ১ বলে করেন ১ রান।
বোলিংয়ে রিশাদ আক্রমণে আসেন সপ্তম ওভারে। শুরুটা শান্ত থাকলেও পরের ওভারে রাইলি রুশোর বিপক্ষে ছক্কা হজম করেন। তবে পরের বলেই এক গুগলিতে বোল্ড করেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যানকে, যিনি করেছিলেন ১৯ বলে ৪৪ রান—যেটা কোয়েটার সর্বোচ্চ স্কোরও ছিল।
রিশাদ তাঁর ৪ ওভারে ৩১ রানে ৩ উইকেট শিকার করেন। নিজের শেষ ও দলের ১৩তম ওভারে মোহাম্মদ আমিরকে লেগ ব্রেকে বোল্ড এবং আবরার আহমেদকে ক্যাচে পরিণত করেন মোহাম্মদ নাঈমের সাহায্যে।
কোয়েটা অলআউট হয় ১৬.২ ওভারে মাত্র ১৪০ রানে। ফলে ৭৯ রানের বড় জয় পায় লাহোর কালান্দার্স। আগামী মঙ্গলবার করাচিতে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স।