আইপিএলের পর পিএসএলও স্থগিত, সীমান্ত উত্তেজনায় থমকে গেল ক্রিকেট

PSL 2025 POSTPONDED

ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জেরে স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে, টুর্নামেন্টের বাকি থাকা আটটি ম্যাচ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এর আগে পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ঘোষণা দেওয়া হলেও, পরিস্থিতির অবনতি হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করা হয়। পিসিবির বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতীয় ড্রোন হামলা ও মিসাইল ছোড়ার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি চরমে পৌঁছেছে। এতে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্সও ক্ষতিগ্রস্ত হয়, যেখানে করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবি জানিয়েছে, “জাতি এখন দেশের সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে, যারা নির্ভীকভাবে সার্বভৌমত্ব রক্ষায় লড়ছে। শহীদ পরিবার ও নিরাপত্তাকর্মীদের প্রতি পিসিবি গভীর সংহতি জানাচ্ছে।”

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একই দিনে ঘোষণা করেছে, আইপিএল ২০২৫-ও এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। বিসিসিআই জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নতুন সূচি ও ভেন্যু পরে জানানো হবে।

উভয় দেশেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই বড় দুটি আসরের স্থগিতাদেশ আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি করছে।