রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর জামিনে মুক্ত

raihan murder case si akbar bail

সিলেটে পুলিশ হেফাজতে নিহত আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া জামিনে মুক্তি পেয়েছেন। উচ্চ আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর গত রোববার (১০ আগস্ট) নিম্ন আদালত থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর নথি কারাগারে পৌঁছালে বিকেলেই তিনি মুক্তি পান।

সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, গত মার্চের শেষ সপ্তাহে আকবরকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়। সিলেট মহানগর আদালতের আসামিদের এই কারাগারে রাখা হয়।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়। রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। তদন্তে ফাঁড়িতে নির্যাতনের সত্যতা পেয়ে এসআই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।

পরবর্তীতে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রধান আসামি আকবরকে ৯ নভেম্বর ২০২০ সালে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। ২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই, যেখানে আকবরকে প্রধান অভিযুক্ত করা হয়।