সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে কাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত এ মাস। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতেও রমজানের চাঁদের দেখা মিলেছে।
সৌদিতে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের কাছের সুদাইর এবং তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করা হয়। তবে তুমাইরে বিকেল থেকেই আকাশ মেঘলা হওয়া শুরু করে, যার ফলে সেখান থেকে খালি চোখে চাঁদ দেখা কষ্টকর হয়ে পড়ে।
কিন্তু সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের কাছের আকাশ কিছুটা পরিষ্কার ছিল। সেখানে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান শুরু হয়।
দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে জানায়, পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সূর্য অস্ত গেছে, তবে ওই অঞ্চলে চাঁদ দেখা যায়নি। কিন্তু অন্যান্য পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে অনুসন্ধান অব্যাহত ছিল। এরপর ৫টা ৫৭ মিনিটে চাঁদ দেখতে পাওয়ার খবর নিশ্চিত করা হয়।
ইন্দোনেশিয়ায় কাল থেকেই রমজান শুরু হলেও তাদের প্রতিবেশী মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ২ মার্চ থেকে রমজান শুরু হতে যাচ্ছে। দুটি দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। এরপর ইন্দোনেশিয়া ঘোষণা দেয় যে তাদের দেশে ১ মার্চ থেকেই রমজান শুরু হচ্ছে।
এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১ মার্চ রমজান শুরুর ঘোষণা দেয়। এরপরই ইন্দোনেশিয়া একই ঘোষণা দেয়। এখন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে চলছে চাঁদ দেখার প্রস্তুতি। ইসলামের জন্মস্থান সৌদি আরবে চাঁদ দেখার জন্য দূরবীনসহ বিভিন্ন যন্ত্র বসানো হয়েছিল। এছাড়া সাধারণ মানুষদের খালি চোখেও চাঁদ দেখার আহ্বান জানানো হয়। মক্কা সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ৯টায় নিশ্চিত হওয়া যায় যে সৌদিতে কাল থেকে রমজান শুরু হতে যাচ্ছে।
ইউরোপে রমজান পালনের খবর
ইউরোপের বিভিন্ন দেশেও চাঁদ দেখার ভিত্তিতে রোজা পালনের প্রস্তুতি চলছে। পর্তুগাল, ইতালি, স্পেন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের মুসলিম সম্প্রদায়গুলো সৌদি আরবের ঘোষণার পর রোজা রাখার প্রস্তুতি নিচ্ছে। পর্তুগালের ইসলামিক সেন্টার জানিয়েছে, শনিবার (১ মার্চ) থেকেই দেশটিতে রমজান মাস শুরু হবে। ইতালির মুসলিম কমিউনিটিও একই ঘোষণা দিয়েছে। ফ্রান্স ও স্পেনে চাঁদ দেখা সংক্রান্ত কমিটির পর্যবেক্ষণ শেষে নিশ্চিত করা হয়েছে যে, দেশগুলোতে শনিবার থেকেই রোজা শুরু হচ্ছে।
যুক্তরাজ্যের অনেক মসজিদ সৌদি আরবের চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজার ঘোষণা দেয়। এবারও সেই অনুসারে দেশটিতে ১ মার্চ থেকে রমজান শুরু হচ্ছে। তবে কিছু স্থানীয় কমিটি তাদের নিজস্ব চাঁদ দেখার প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেয়, ফলে কিছু অঞ্চলে ভিন্ন তারিখেও রোজা শুরু হতে পারে।