রংপুরে জাতীয় পার্টির শক্তির হুঁশিয়ারি, নুরের ওপর হামলায় বিক্ষোভ

Rangpur Jatiya Party Nur Attack Protest

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুরের নেতা মোস্তফা বলেছেন, “রংপুরে কেউ যেন না ভাবে জাতীয় পার্টি দুর্বল। এখানে হামলা করতে আসলে পাল্টা প্রতিরোধ করা হবে।”

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজনের ওপর হামলার ঘটনায় সারা দেশে প্রতিবাদের মধ্যে এ বক্তব্য দেন তিনি।

মোস্তফা বলেন, জাতীয় পার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ঢাকায় শুক্রবার তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তবে রংপুরে এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। তিনি বলেন, “যদি শক্তি থাকে, আসুক রংপুরে, তখনই দেখা যাবে কী অবস্থা হয়।”

তিনি আরও অভিযোগ করেন, জাতীয় পার্টি নির্বাচনে ভালো ফল করতে সক্ষম হতে পারে, এমন আশঙ্কা থেকেই দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এজন্যই দলটির নেতারা বারবার কারাগারে যাচ্ছেন বা পলাতক হচ্ছেন।

মোস্তফা বলেন, “কিছু উসকানিদাতা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার চেষ্টা করছে। এটা লজ্জাজনক। জনগণই সিদ্ধান্ত নেবে কে তাদের প্রতিনিধিত্ব করবে।”

কাকরাইল সংঘর্ষের পটভূমি

গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। গণঅধিকার পরিষদের মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

অন্যদিকে, নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) দুপুরে রংপুরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। সেনপাড়া এলাকায় দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকারের মদতেই নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে। তারা হামলার বিচার দাবি করে নুরের প্রতি সংহতি প্রকাশ করেন। পরে মডার্ন মোড়ে তারা ব্লকেট কর্মসূচি পালন করেন।