লা লিগায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে প্রতিটি ম্যাচ এখন রিয়াল মাদ্রিদের জন্য বাঁচা-মরার। আজ রোববার রাতে আলাভেসের মাঠে এমনই এক রোমাঞ্চকর ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচের একমাত্র এবং নির্ধারক গোলটি আসে প্রথমার্ধে, এদুয়ার্দো কামাভিঙ্গার পা থেকে। ৩৪ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি এই মিডফিল্ডার।
তবে ম্যাচটি গোলের চেয়ে বেশি আলোচনায় এসেছে নাটকীয় সব ঘটনাপ্রবাহের জন্য। ৩৮ মিনিটে আলাভেসের আন্তনিও ব্লাঙ্কোর বিপক্ষে বাজেভাবে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখেন কিলিয়ান এমবাপ্পে। পরে ভিএআর দেখে রেফারি সিদ্ধান্ত বদলে তাকে লাল কার্ড দেখান। ফলে রিয়াল পড়ে যায় ১০ জনের দলে।
এই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে ওঠে আলাভেস। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রিয়ালকে চাপে রাখার চেষ্টা করে তারা। তবে নিজেদের রক্ষণে দৃঢ়তা দেখায় সফরকারীরা। উল্টো ৭০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের ওপর কঠিন ফাউল করে আলাভেসের মানু সানচেজ লাল কার্ড দেখলে, দুই দলের সংখ্যাসমতা ফিরে আসে।
শেষ মুহূর্তে কিছু সুযোগ হাতছাড়া না হলে রিয়ালের জয়টা আরও বড় হতে পারত। তবে শেষ পর্যন্ত ১-০ গোলেই মাঠ ছাড়ে তারা, নিয়ে যায় মূল্যবান তিন পয়েন্ট।
এই জয়ের ফলে ৩১ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৬৬। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭০। দুই দলেরই বাকি আছে ৭টি করে ম্যাচ। ফলে লা লিগার শিরোপা দৌড় জমে উঠেছে আবারও। এখন প্রতিটি ম্যাচেই নাটকীয় মোড়ের সম্ভাবনা, আর শিরোপার ভাগ্য গড়ে উঠবে শেষ মুহূর্তের লড়াইয়েই।