নতুন ২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই বড় সুখবর দিয়েছে প্রবাসীরা। সদ্য সমাপ্ত জুলাই মাসে তারা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব)। রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত বছরের জুলাইয়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালের জুলাইয়ে দেশে এসেছিল ১৯১ কোটি ডলার রেমিট্যান্স। ওই সময় দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রবাসীদের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে রেমিট্যান্স পাঠানোর হার কমে যায়। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতেই রেমিট্যান্স প্রবাহ আবার বাড়তে শুরু করে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই বৈদেশিক আয় সরাসরি দেশের রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।
এর আগে ২০২৫ সালের জুন মাসেও প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৮২ কোটি ডলার, যা আগের বছরের জুনের তুলনায় ১১ শতাংশ বেশি ছিল।
২০২৪-২৫ অর্থবছরের শেষ পর্যন্ত প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছর ২০২৩-২৪ এর তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ওই বছর রেমিট্যান্স এসেছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার।