চলতি ডিসেম্বরের প্রথম ছয় দিনে দেশে এসেছে ৬৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে এসেছে ১০ কোটি ৫৪ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে আজ রোববার এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের প্রথম ছয় দিনে পাওয়া রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে ৮ কোটি ১৭ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি—৪৬ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার এবং দেশি খাতের ব্যাংকে এসেছে ১৭ লাখ ৯০ হাজার ডলার।
এর আগে গত নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার—চলতি অর্থবছরে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ। গত অক্টোবর ও সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।
আগস্টে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, আর জুলাইয়ে রেমিট্যান্স ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
