বিগ ব্যাশ লিগে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের তারকা লেগস্পিনার রিশাদ হোসেন। এখন পর্যন্ত ১১ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় রয়েছেন। সর্বশেষ ম্যাচে তার জাদুকরী বোলিংয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ৩৭ রানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে হোবার্ট হারিকেন্স।
শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে রিশাদ ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করেই ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বড় ব্যবধানে হারে অ্যাডিলেড স্ট্রাইকার্স। এর আগে ব্যাটিংয়ে হোবার্ট নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৮ রান।
ম্যাচ শেষে বাংলাদেশি এই লেগস্পিনারের ভূয়সী প্রশংসা করেন হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিস। তিনি বলেন,
‘এ বছর রিশাদ ও রেহান আমাদের জন্য দুর্দান্ত পারফরম্যান্স করছে। তারা দুজনই বিশ্বমানের ক্রিকেটার। আমরা হয়তো টুর্নামেন্টের শেষ দিকে রেহানকে পাব না, কিন্তু আমাদের রিশাদ আছে। সে সত্যিই খুব ভালো মানের বোলার।’
এই ম্যাচে এলিস নিজেও ২ ওভারে ৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন এবং ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। তবে পুরস্কার পাওয়া নিয়ে বিনয়ী মন্তব্য করেন তিনি,
‘আজ ম্যান অব দ্য ম্যাচ ধরে রাখাটা আমার কাছে একটু বোকামি লাগছে। কারণ আমার মনে হয় আরও ৪–৫ জন ক্রিকেটারেরই এই পুরস্কার পাওয়ার সুযোগ ছিল।’
বেলেরিভ ওভালের উইকেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে এলিস রিশাদের মানসিকতা ও পেশাদারিত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন,
‘আজ মাঠের একটা দিক তুলনামূলক ছোট ছিল। কিন্তু যখনই রিশাদকে বল করতে বলেছি, সে হাসিমুখে বল হাতে নিয়েছে। অধিনায়ক হিসেবে এটা দারুণ অনুভূতি।’
এলিস আরও যোগ করেন,
‘বেলেরিভ ওভাল ঐতিহ্যগতভাবে ভালো উইকেট। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের স্পিনাররা গতি ও বৈচিত্র্য দিয়ে প্রতিপক্ষের জন্য রহস্য তৈরি করেছে। তারা সত্যিই কঠোর পরিশ্রম করছে, আর আমি যা চাই, ঠিক সেটাই তারা করে।’
এই জয়ের ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স ৮ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে। সমান ৮ পয়েন্ট নিয়ে তালিকার পরের অবস্থানগুলোতে রয়েছে পার্থ স্কচার্স, মেলবোর্ন স্টারস ও সিডনি সিক্সার্স।
