তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় ‘ফ্যাসিস্ট’ তৈরির পথ রুদ্ধ করবে: রিজভী

rizvi government restoration democracy

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক চিকিৎসাসহায়তা অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হওয়ায় ন্যায়বিচার ও গণতন্ত্রের যাত্রায় বড় অগ্রগতি এসেছে। তাঁর ভাষ্য, “এই রায় অত্যন্ত ইতিবাচক। এর মাধ্যমে গণতন্ত্রের প্রাণভোমরা আবারও পুনরুজ্জীবিত হয়েছে।”

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতাকে স্থায়ী করার লক্ষ্যেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছিল, যা দেশে “ফ্যাসিবাদ প্রতিষ্ঠার নজির” বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “শেখ হাসিনা মানবিকতা ধারণ করতে পারেননি বলে রাষ্ট্রক্ষমতায় দাঁড়িয়ে কঠোর ও নিষ্ঠুর আচরণ করেছেন।”

অনুষ্ঠানে রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বছরও নিজের জন্মদিন পালন করছেন না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন— “দেশে বহু মানুষ অভাব, অসুস্থতা ও দুর্দশায় ভুগছে। এ অবস্থায় জন্মদিন উদ্‌যাপনকে তিনি দায়িত্বশীলতা মনে করেন না।”

রিজভীর ভাষায়,
“মানুষ কষ্টে আছে। হাসপাতালের বিল দিতে না পেরে কেউ সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছে। এ অবস্থায় কীভাবে জন্মদিন পালন করবেন তারেক রহমান?”

রিজভী আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারেক রহমান।
বিএনপি ক্ষমতায় গেলে এই কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান বক্তব্য দেন। পরে তারেক রহমানের পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।