বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো এবার আরও একটি গর্বের মুহূর্তের সাক্ষী হলেন—পর্তুগালের জার্সি গায়ে মাঠে নামলেন তাঁর ছেলে, ক্রিস্টিয়ানো জুনিয়র।
২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ২১৯ ম্যাচে ১৩৬ গোল করা রোনালদো আন্তর্জাতিক ফুটবলে এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। এবার সেই রোনালদোর উত্তরসূরি হিসেবে পথচলা শুরু করল তাঁর পুত্র।
পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ব্লাকদো মার্কোভিচ টুর্নামেন্টে অভিষেক হয়েছে ক্রিস্টিয়ানো জুনিয়রের। প্রথম ম্যাচেই জাপানকে ৪-১ গোলে হারিয়েছে পর্তুগাল। যদিও শুরুর একাদশে সুযোগ পাননি জুনিয়র, বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে অভিষেক করেন তিনি।
নাতির এই বিশেষ মুহূর্তটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন রোনালদোর মা দোলোরেস আভেইরো। ম্যাচ শুরুর আগেই ইনস্টাগ্রামে শুভকামনা জানিয়ে লেখেন, ‘শুভকামনা পর্তুগাল।’ পরে মাঠে বসেই উপভোগ করেন নাতির অভিষেক ম্যাচ।
ছেলের এই মুহূর্তে আনন্দে ভেসেছেন বাবা রোনালদোও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘পর্তুগালের হয়ে তোমার অভিষেকের জন্য অভিনন্দন, বাবা। তোমাকে নিয়ে আমি অত্যন্ত গর্বিত।’
আন্তর্জাতিক ফুটবলে এক কিংবদন্তির পদচিহ্নে এবার হাঁটা শুরু করল তাঁর উত্তরসূরি। রোনালদো জুনিয়রের ফুটবল যাত্রা কতটা দূর গড়ায়, তা সময়ই বলবে—তবে শুরুটা যে স্বপ্নময়, তা বলাই যায়।
