রোনালদোর জাদুতে আল নাসরের জয়

CRISTIANO RONALDO

সৌদি প্রো লিগে ছুটে চলেছেন পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রবিবার রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে আল ফাতেহকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে তার দল আল নাসর।

ম্যাচে গোল করে সৌদি প্রো লিগে চলতি মৌসুমে নিজের গোলসংখ্যা ১৪-তে নিয়ে গেছেন রোনালদো। লিগের গোলদাতাদের তালিকায় তিনি এখন শীর্ষে। শুধু এই ম্যাচেই নয়, গত দুই ম্যাচে তিন গোল করে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন এই পর্তুগীজ তারকা।

এদিন শুধু রোনালদো নয়, তার সঙ্গে ফরাসি ডিফেন্ডার সিমাকানও গোল করেছেন। তাছাড়া, আল ফাতেহর এক আত্মঘাতী গোলও জয় নিশ্চিত করতে ভূমিকা রেখেছে। অন্যদিকে, আল ফাতেহর পক্ষে একমাত্র গোলটি করেন মুরাদ বাটনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে আল নাসর। রোনালদো তার ফিনিশিং স্কিল দিয়ে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে সিমাকানের হেড থেকে আসে দ্বিতীয় গোল। যদিও আল ফাতেহর মুরাদ বাটনা একটি গোল শোধ করেন, তবে আত্মঘাতী গোলের মাধ্যমে তাদের হার নিশ্চিত হয়।

রোনালদোর অনবদ্য ফর্মে আল নাসর যে শুধু জয় তুলে নিয়েছে তা-ই নয়, বরং সৌদি প্রো লিগে নিজেদের শিরোপার সম্ভাবনাও শক্ত করেছে। রোনালদোর এই ফর্ম অব্যাহত থাকলে আল নাসরকে থামানো সত্যিই কঠিন হবে। ম্যাচ শেষে রোনালদোর বার্তা, আমরা থামছি না।’