হাসনাতের ‘ছাত্রলীগ সংযোগ’ নিয়ে রুমিনের পোস্ট, বললেন ‘ফকিন্নির বাচ্চা’

rumin farhana hasnat abdullah

নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনায় উত্তাপ ছড়ানোর পর বিএনপি নেতা রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য চলছে।

রোববারের শুনানিতে হাতাহাতির পর সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির ‘আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’ আখ্যা দেন। এর জবাবে সোমবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে রুমিন হাসনাতের ছাত্রলীগ সংযোগের অভিযোগ তুলে ধরেন এবং তাকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে উল্লেখ করেন।

নিজের পোস্টে রুমিন হাসনাতের বিভিন্ন ছবি শেয়ার করেন। এর মধ্যে রয়েছে—ছাত্রলীগের দেয়াললিখনের সামনে দাঁড়ানো ছবি, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দেওয়া ফেসবুক পোস্ট, বঙ্গবন্ধুকে নিয়ে দৈনিক ইত্তেফাকে লেখা, সাবেক উপাচার্য আখতারুজ্জামানের সঙ্গে ছবি এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদে মনোনয়নের অভিযোগযুক্ত একটি চিঠি।

এনসিপি নেতা হাসনাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া–২ ও ৩ আসন নিয়ে যুক্তি–বিতর্কে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শুনানিতে বিএনপির পক্ষে যুক্তি তুলে ধরছিলেন রুমিন ফারহানা আর বিপক্ষে যুক্তি দেন এনসিপির আতাউল্লাহ।

সংবাদ সম্মেলনে হাসনাত অভিযোগ করেন, রুমিন গত সরকারে নানা সুবিধাভোগী ছিলেন এবং সেই কারণেই তিনি ভালো ছিলেন। অন্যদিকে রুমিন দাবি করছেন, এনসিপি নেতার আওয়ামী লীগপ্রীতি প্রকাশ্য।