দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের আসন্ন নিলামে বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আগামী ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে এই নিলাম।
টুর্নামেন্ট কর্তৃপক্ষ এখনো বাংলাদেশি ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি। তবে ক্রিকেট মহলে ধারণা করা হচ্ছে, জাতীয় দলের কয়েকজন নিয়মিত সদস্যসহ তরুণ প্রতিভারাও ড্রাফটে রয়েছেন।
এই আসরে মোট ৭৮২ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। বিদেশিদের মধ্যে সর্বাধিক ১৫৩ জন ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে ১১ জন করে, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের ১০ জন করে, নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫ এবং অস্ট্রেলিয়া, নেপাল ও কানাডার ৩ জন করে ক্রিকেটার আছেন ড্রাফটে।
এ ছাড়াও কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার একজন করে ক্রিকেটারও আছেন। এসএ টি২০ লিগের চতুর্থ আসর আগামী ২৬ ডিসেম্বর, ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত।