সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, অবস্থান অব্যাহত

satrasta technical students protest

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে তাঁরা এখনও সাতরাস্তা মোড়ে অবস্থান করছেন। অবরোধ প্রত্যাহারের ফলে ওই এলাকায় যান চলাচল শুরু হয়েছে।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে চার দফা দাবিতে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা অবরোধের কারণে সাতরাস্তা ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। বেলা দুইটার দিকে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।

‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর নেতারা জানান, তাঁরা আপাতত সড়ক অবরোধ তুলেছেন, তবে সাতরাস্তা মোড়ে অবস্থান অব্যাহত থাকবে। সড়কের ফাঁকা অংশ দিয়ে যান চলবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—

  • ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
  • বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক বন্ধ করা।
  • কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ছয় দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
  • ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি মো. মাশফিক ইসলাম বলেন, শিক্ষকদেরও আন্দোলনে সংহতি রয়েছে। ঢাকা পলিটেকনিক ও ঢাকা মহিলা পলিটেকনিকসহ চারটি প্রতিষ্ঠানের শিক্ষকরা আজকের কর্মসূচিতে উপস্থিত থেকে সমর্থন জানিয়েছেন।