আজ সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল (৩০ মার্চ) দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। সৌদি সুপ্রিম কোর্ট নাগরিকদের আজ সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান ২৯ দিনে সম্পন্ন হবে, অন্যথায় ৩০ রোজা পূর্ণ করে ঈদ উদযাপিত হবে ৩১ মার্চ। এদিকে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, আজ সূর্যাস্তের পর শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব।
এ বছর ১ মার্চ থেকে সৌদি আরবসহ আরব বিশ্বের অধিকাংশ দেশে রমজান মাস শুরু হয়েছিল। যদি আজ চাঁদ দেখা না যায়, তবে ৩০ রোজা পূর্ণ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩১ মার্চ ঈদ উদযাপিত হবে।
আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিনেই পালিত হয় ঈদুল ফিতর। রমজানের শেষে নতুন চাঁদ দেখার মাধ্যমে শুরু হয় ঈদের আনন্দ, আর এরপরই শুরু হয় ঈদুল আজহার অপেক্ষা।