সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আল শায়খ ইন্তেকাল

Abdul Aziz Al Sheikh Death

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে রিয়াদের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৌদি আরবের রয়াল কোর্ট এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এদিন আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ নির্দেশ দিয়েছেন, মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববি সহ সৌদি আরবের সব মসজিদে তার গায়েবানা জানাজা আদায় করার জন্য।

শায়খ আবদুল আজিজ ১৯৯৯ সালে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির পদে নিযুক্ত হন এবং দীর্ঘ সময় ধরে দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আইনি, সামাজিক ও ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ ফতোয়া প্রদান করতেন, যা সৌদি আদালত ব্যবস্থায় বিশেষ প্রভাব ফেলত।

তিনি ইলমি গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং সৌদি আরবের ধর্মীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শায়খ আবদুল আজিজ আশ-শেখ বংশের সদস্য ছিলেন, যাদের সঙ্গে ইসলামী ইতিহাসে মুহাম্মদ ইবনে আব্দ আল-ওয়াহাবের নাম গভীরভাবে জড়িত।

১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা প্রদান করেন তিনি। তবে ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে এ দায়িত্ব থেকে অবসর নেন। তার মৃত্যুতে মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।