ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, আগে ফিলিস্তিন রাষ্ট্র—দৃঢ় অবস্থান সৌদি আরবের

Palestinian state first—Saudi Arabia's firm stance

ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব—যতক্ষণ না একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং গাজায় চলমান যুদ্ধ থামে। এই স্পষ্ট বার্তা দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ইস্যুতে সৌদি আরব আগে কখনো এত সরাসরি ও কড়া অবস্থান নেয়নি।

সোমবার (২৮ জুলাই) নিউইয়র্কে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সাল বলেন,
“ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গেই যুক্ত। গাজায় যখন গণহত্যা চলছে, তখন সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনা করার কোনো অর্থ নেই।”

তিনি এই বক্তব্য দেন ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান’ বাস্তবায়ন নিয়ে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত উচ্চপর্যায়ের এক সম্মেলনের পর। সেখানে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব পুনরায় জোর দিয়ে তুলে ধরা হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,
“প্রথমে যুদ্ধ থামাতে হবে, মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে। এরপর আলোচনা হতে পারে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে। সেটা বাস্তবায়িত হলেই কেবল সম্পর্ক স্বাভাবিককরণ সম্ভব।”

এই বক্তব্যে সৌদি আরব স্পষ্টভাবে জানিয়ে দিল, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলকে স্বীকৃতির মতো কোনো উদ্যোগে তারা আগ্রহী নয়।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই ঘোষণায় স্পষ্ট হলো, রিয়াদ এখন আর পরোক্ষ বার্তার মধ্যে সীমাবদ্ধ নেই। বরং তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি কূটনৈতিক ভাষায় প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে তারা শান্তি প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে তুলে ধরছে।