নির্বাচনের রোডম্যাপ স্পষ্ট করা প্রয়োজন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানালেন জামায়াত আমির

shafiqul rahman election roadmap

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের সময় কবে হবে, তা স্পষ্ট করা এখন সময়ের দাবি। জনগণের স্বস্তির কথা চিন্তা করে, নির্ধারিত সময়সীমার মধ্যে যেন কোনো বড় ধরনের ভোগান্তি ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটাই প্রয়োজন।

আজ শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনা বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান শফিকুর রহমান।

উল্লেখ্য, অধ্যাপক ইউনূস ইতিপূর্বে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। এ প্রেক্ষিতে জামায়াতের আমির বলেন, নির্বাচন ও সংস্কারের জন্য পৃথক রোডম্যাপ দরকার। তিনি আরও বলেন, “নির্বাচনের আগে কিছু দৃশ্যমান সংস্কার ও বিচার হওয়া প্রয়োজন। নইলে সেই নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না।”

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সরকার মাত্র পাঁচটি সংস্কার উদ্যোগ নিয়েছে, তবে সেগুলো এখনো সন্তোষজনকভাবে নিষ্পত্তি হয়নি। সবার সহযোগিতায় অর্থবহ সংস্কার সম্ভব এবং সেই পথ ধরেই অর্থবহ নির্বাচন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই সমস্যার অনেকটাই সমাধান হবে।”

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

প্রসঙ্গত, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, তাঁরা কোনো উপদেষ্টার পদত্যাগ চাননি।