শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধ: তিন দফা দাবিতে স্থবির রাজধানী

shahbagh engineering mstudents protest

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক, তীব্র যানজটের সৃষ্টি হয় পুরো এলাকায়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—
১️. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দটি ব্যবহার করতে না দেওয়া।
২️. ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।
৩️. দশম গ্রেডের চাকরিতে কেবল স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

গতকাল মঙ্গলবারও একই দাবিতে পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন তারা।

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, “দাবি আদায়ে প্রাথমিকভাবে শাহবাগ অবরোধ করেছি। প্রয়োজনে আমরা অন্য জায়গায়ও কর্মসূচি নিতে পারি।”

অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের সড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে। শাহবাগ হয়ে মৎস্য ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, কাঁটাবনসহ বিভিন্ন রুটের বাস ও গাড়ি থেমে যায়। বিকল্প রুট হিসেবে মৎস্য ভবন, কাঁটাবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড় ব্যবহার করতে বলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম।

শিক্ষার্থীরা জানিয়েছেন, রাতভর আন্দোলন করলেও দাবি না মানায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।