শাহজালাল বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে, জানাল বেবিচক

hazrat shahjalal airport fire

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এক বিজ্ঞপ্তিতে জানান, “সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

তবে ওই সময়ও কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় আগুন দাউদাউ করে জ্বলতে দেখা যায়। সেখানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরাও এই অভিযানে যুক্ত হন।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে এখনও ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে এবং আশপাশের এলাকা জনশূন্য করে ফেলা হয়েছে।

বেবিচক জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।