রোববার (২৮ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন সাকিব আল হাসান। সেখানে তিনি হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন— “শুভ জন্মদিন, আপা।”
সাকিবের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তাঁর এই আচরণকে “অকৃতজ্ঞতা” এবং “জনগণের অনুভূতিকে আঘাত” হিসেবে আখ্যা দিয়েছেন
পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। এক সমালোচক মন্তব্য করেন—
“নির্লজ্জার একটা সীমা থাকা দরকার ছিল। এতো কিছুর পরও যার মধ্যে সামান্য অনুতপ্তবোধ জাগ্রত হয়নি, তাকে কখনোই বাংলাদেশের জনতার ক্ষমা করা উচিত নয়। সাকিব! আপনি অকৃতজ্ঞ।”
আরেকজন লিখেছেন—
“যে মুহূর্তে পুরো দেশ হাসিনার পতনকে স্বাগত জানিয়েছে, সেই মুহূর্তে তাঁকে শুভেচ্ছা জানানো মানে শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
এর আগে রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন—
“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।”
যদিও তিনি সরাসরি নাম উল্লেখ করেননি, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়রা ধারণা করছেন, ইঙ্গিতটি সাকিবের দিকেই।
সাকিবের পোস্ট নিয়ে ভক্ত–সমর্থকরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। কেউ বলছেন, “ক্রিকেটারদের রাজনীতির বাইরে থাকা উচিত,” আবার অনেকে মনে করছেন, “জনপ্রিয় ক্রীড়া তারকাদের এমন প্রকাশ্য অবস্থান নেওয়া দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।”