গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসান

Shakib to play in Global Super League

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবার অংশ নিচ্ছেন গায়ানায় অনুষ্ঠিতব্য গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে। দুবাই ক্যাপিটালস দলের হয়ে খেলবেন তিনি, যেটি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন।

দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশাভ মহারাজ ইনজুরির কারণে ছিটকে পড়ায় তার বদলি হিসেবে সাকিবকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। বিষয়টি রোববার সামাজিক মাধ্যমে নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।

সাকিবকে সবশেষ দেখা গেছে পাকিস্তান সুপার লিগে, যেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন বদলি ক্রিকেটার হিসেবে। গত মে মাসে সেখানে তিনটি ম্যাচে অংশ নেন তিনি। তার আগে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা ও নানা পারিপার্শ্বিক কারণে প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার।

গ্লোবাল সুপার লিগ ২০২৫ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্র্যাগসের মুখোমুখি হবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস।

পাঁচ দলের এই টুর্নামেন্টে বাকি দলগুলো হলো—রংপুর রাইডার্স, হোবার্ট হারিকেন্স, ও স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

উল্লেখযোগ্যভাবে, গত আসরে রংপুর রাইডার্স জিতেছিল শিরোপা, অধিনায়ক ছিলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এবারও তার নেতৃত্বে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে রংপুর। স্কোয়াডে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন কাইল মেয়ার্স, তাব্রেইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হার্মিত সিং ও খাওয়াজা নাফে।

সাকিবকে বাংলাদেশের জার্সিতে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ১ অক্টোবর কানপুর টেস্টে, ভারতের বিপক্ষে। এরপর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি।